কথোপকথনঃ Md Abdul Sattar Milon ও Dr M M Abdul Halim
বিষয়ঃ Abdominal pain (due to food poisoning)
আলহামদুলিল্লাহ্! এটাই হল- তিব্বে নববী বা prophetic Medicine এর উপকারিতা।
·
Saturday
·
2/7, 5:17pm
আস সালামু আলাইকুম
ভাই, কেমন আছেন?
ভাই, গতকালকে জুম'আর সলাতের আগে প্রায় ২০০ গ্রামের মত
জিলাপি খেয়েছিলাম। রাত থেকে পেটে নাভী বরাবর ভিতরে খুব ব্যাথা অনুভব করছি। কি করা
যায়?
·
2/7, 5:20pm
ওয়ালাইকুমুস সালাম
আলহামদুলিল্লাহ্ আল্লাহ্ ভাল
রেখেছেন।
হালকা গরম পানিতে লেবুর রস ও মধু
মিশিয়ে এক গ্লাস সরবত খেয়ে নিন। ইনশাআল্লাহ্ উপকৃত হবেন।(এভাবে কিছুক্ষণ পর পর ১-৩ গ্লাস খেলে ইনশাআল্লাহ্ ঠিক হয়ে যাবে।)
update জানাবেন, ইনশাআল্লাহ্!
· ..................................
2/7, 5:24pm
ওকে, ভাই, ইন শা আল্লাহ।
Sunday
2/8, at 8:35pm
Assalamualaikum
kemon achen?
Update janalen
na?
Allah Apnar
upor rohom korun.
Ameen!
· <<<<<>>>>>>>
wa
alaikum as salam. Alhamdulillah, valo achi bhai. apni kemon achen?
Alhamdulillah, jazakallah khoyer bhai. apnar dewa prescription onuzayi
kheyechi. matro ekbar. Alhamdulillah, now I m al right. Bhai, Vebechilam
agamikal update janabo. tai ajke ar msg dey ni.
জাযাকা আল্লাহু খাইরান।
·
a
No comments:
Post a Comment